অ্যালকোহল ডেলিভারি সেবা কিনছে উবার

৩ ফেব্রুয়ারি, ২০২১ ০২:২৭  
চলমান করোনাভাইরাস মহামারিতে উবারের খাবার ডেলিভারি সেবায় বেশ প্রবৃদ্ধি হয়েছে। আর তাই নিজেদের সেবায় বৈচিত্র আনতে চেষ্টা করে যাচ্ছে উবার ইটস। এরই ধারাবাহিকতায় অ্যালকোহল ডেলিভারি সেবা কিনছে উবার। সিএনবিসি জানিয়েছে, যুক্তরাষ্ট্রের সর্ববৃহৎ অ্যালকোহল ডেলিভারি সেবা ড্রিজলি কিনতে যাচ্ছে উবার। নগদ ১.১ বিলিয়ন ডলার ও শেয়ারের বিনিময়ে এই চুক্তি সম্পন্ন হবে। চলতি বছরের প্রথমার্ধের কোনো এক সময়ে ড্রিজলি কেনার চুক্তিটি সম্পন্ন হবে বলে জানা গেছে। উবার জানিয়েছে, ড্রিজলি অ্যাপ আলাদাভাবেই ব্যবহার করা যাবে, তবে উবার ইটস অ্যাপের সাথে বুজ-অন-ডিমান্ড ফিচার যুক্ত হবে। ড্রিজলি স্বাধীনভাবে চললেও এটি গ্রাহক ও প্রযুক্তিসহ বিশ্বের বৃহত্তম ডেলিভারি প্লাটফর্মের অ্যাক্সেস পাবে। যুক্ত হতে পারে উবারের রিওয়ার্ড ও সাবস্ক্রিপশন প্রোগ্রামও। ডিবিটেক/বিএমটি